সংবাদ শিরোনাম ::
বাসায় বসে বানাতেন সার্টিফিকেট, নিতেন ৩৫ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামান বাসায় বসেই বানাতেন সার্টিফিকেট। এ কাজের জন্য নিতে ৩৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ।
এ সময় তিনি বলেন, রাজধানীর পীরেরবাগে কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। টাকার বিনিময়ে আসল সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় এ কে এম শামসুজ্জামানকে।
ডিএমপির ডিবি প্রধান আরও বলেন, শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই সার্টিফিকেট জাল নয়, বোর্ড থেকে শিক্ষার্থীদের সনদ দিতে যে কাগজ ব্যবহার করে তাই ব্যবহার করা হতো। তার এই অপকর্মের বিষয়ে অনেকেই জানতেন। তার সাথে বোর্ডের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তাও জড়িত। তারাও আর্থিক সুবিধা নিতেন।