সংবাদ শিরোনাম ::
বালু উত্তোলনের সময় ১৩ কেজির মূর্তি উদ্ধার
রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
- সংবাদ প্রকাশের সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে বালু উত্তোলনের সময় ১৩ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে মূর্তিটি ঠাকুরগাঁও সদর পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।
বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজার থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে এলাকার ঝলঝলি পুকুর নামক স্থানে বালু উত্তোলনের সময় ওই মূর্তিটি পাওয়া যায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ মাহমুদ জানান, বুধবার রাত সাড়ে ১১টায় একটি বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এটি কি মূর্তি তা এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না।
ঠাকুরগাঁও সদর থানার ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।