সংবাদ শিরোনাম ::
বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি : ৪ মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে এই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার সকালে উদ্ধারে অভিযান শুরু করে ডুবুরি দল।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, বালুবাহী বাল্কহেডের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়। শুক্রবার (২২ মার্চ) কয়েকজনকে উদ্ধার করা হয়। তবে ট্রলার ডুবির ঘটনায় ৮জন নিখোঁজ ছিলেন। শনিবার সকালে নিখোঁজ ৮ জনের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে।