https://bangla-times.com/
ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪

বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল
এপ্রিল ১৯, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ণ । ৪৪ জন
Link Copied!

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিধি ছিলেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দা আমেনা খাতুন। কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহ্জাহান।

পাঠাগারের লাইব্রেরিয়ান মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাজিব হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিক হাসান এবং মাওলানা ভাসানী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ আল-আমিন।

সেমিনারে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা অংশ নেন। সেমিনার শেষে আলোচকেরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।