https://bangla-times.com/
ঢাকাসোমবার , ৮ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

বাতাসে দুর্গন্ধ, ডোমায় মিলল মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ । ৫৮ জন
Link Copied!

নোয়াখালীর চাটখিলে ডোবা থেকে অঞ্জাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫২ বছর।

সোমবার ( ৮এপ্রিল) বিকাল পৌনে ৩টার দিকে চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায়। নিহত ব্যক্তির পরনে প্যান্ট-শার্ট ছিল। তার শরীরে পচন ধরে চামড়া খসে পড়ছে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো.আব্দুস সামাদ মল্লিক এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিকাল পৌনে ৩টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।