বাড্ডায় আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ১
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। তার নাম- সোলায়মান (৩৬) । এ ঘটনায় শান্তা (৩০) নামে একজন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন : এমপি আনার হত্যার রহস্য ঘনাচ্ছে, নেপালে নজর সিআইডির!
বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডার ৪নং ডিআইটি রোডে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৬টা ৪৩ মিনিটে বাড্ডায় বিস্ফোরণের খবর পাই। ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।
আরও পড়ুন : তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান হলেন যারা
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।