বাড়ল হজের ভিসার আবেদনের সময়
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
হজের ভিসার আবেদন আগামী বাড়িয়েছে সৌদি সরকার। এর ফলে চলতি বছর হজে যেতে আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেনহজ যাত্রীরা।
হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানান, ধর্মমন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজে যেতে ভিসার আবেদন সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে।
নানা জটিলতায় এখনও ৮০ ভাগ হজযাত্রীই ভিসার জন্য আবেদন করেননি। এজন্য হজের ভিসা আবেদন সময় আরো বাড়ানোর আবেদন করে ধর্ম মন্ত্রণালয়।
ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার এ বিষয়ে বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের বেশিরভাগ এখনও ভিসার আবেদন করতে পারেননি। এর প্রধান কারণ বাড়ি ভাড়া করতে না পারা। এসব সংকটের কথা উল্লেখ করে সৌদি সরকার ও দূতাবাসকে হজের ভিসার আবেদনের সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিলো।
হজ ফ্লাইট আগামী ৯ মে থেকে শুরু হবে। এর আগে ৮ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।