সংবাদ শিরোনাম ::
‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক দেশের চেয়ে ভালো’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আরও ভালো হয়েছে।
শুক্রবার (১০ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের তুচ্ছ ঘটনায়ও উদ্বেগ জানায়, তাদের নিজ দেশের মানবাধিকারের দিকে নজর দেওয়া উচিত। মানবাধিকার পরিস্থিতি উন্নতির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
উপজেলা নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বর্জনের ডাক দেওয়ার পরও, যে পরিমাণ ভোট পড়ছে, তা সন্তোষজনক। স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট দিয়েছে।