সংবাদ শিরোনাম ::
‘বাংলাদেশিরাই খুন করেছে এমপি আনারকে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুন করা হয়েছে। খুনের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, আটকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার নেপথ্যের কারণ পরে জানাবো।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা সুনিশ্চিত এমপি আনোয়ারুলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভারতের কেউ জড়িত না। অনেক তথ্য রয়েছে। তদন্তের স্বার্থে অনেক কিছু এখনই বলা যাচ্ছে না।
তিনি বলেন, খুনের মোটিভ জানার চেষ্টা চলছে। চিকিৎসার জন্য গিয়েছিলেন, বাংলাদেশিরাই এই হত্যার সাথে জড়িত ছিলেন।