বরিশালে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
বরিশালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ও বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। এর পরপর ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শহীদ বেদীতে আওয়ামী লীগ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৮টা আনুষ্ঠানিকভাবে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করা হয়। পরে বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।