বরিশালে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
কাঁচা মরিচের পাইকারি দাম কেজি প্রতি ২২০ টাকা থাকলেও একদিনের ব্যবধানে তা বেড়ে ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বরিশালে সবজির পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। এর ফলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
বিক্রেতারা বলছেন, বর্ষার কারনে কৃষকরা সবজি নিয়ে আসতে না পারায় এবং শুক্র ও শনিবার ভারত থেকে আমদানি বন্ধ থাকায় সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে বর্ষা কমলে আবার পূর্বাবস্থায় দাম চলে যাবে। কাঁচা মরিচেরও দাম কমবে।
২৫ থেকে ৩০ টাকার পটল শনিবার (১৩ জুলাই) বিক্রী হয় ৪৫ থেকে ৫০ টাকায়। একইভাবে ৩৫ থেকে ৪০ টাকার শসা ৪৫ থেকে ৫০ টাকা, ৩০ টাকার ঝিঙা ৪৫ টাকা, ৪০ টাকার বরবটি ৬০ টাকা, ৪৫ টাকার টাকার লাউ ৬০ টাকা, ৩০ টাকার করলা ৯০ টাকা দরে বিক্রী হয়।
পাইকার ব্যবসায়ী আমিনুল ইসলাম শুভ জানান, বরিশালের বাজারের সবজি মূলত মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুস্টিয়া, যশোর, ঈশ্বরদী থেকে আসে। কিন্তু ওইসব অঞ্চলে একটানা প্রচুর বৃষ্টির কারনে কৃষকরা মাঠ থেকে সবজি তুলতে পারেনি। আবার শুক্র ও শনিবার ভারত থেকে কাঁচা মরিচও আসেনি। আর এসব কারনে সবজির দাম অস্বাভাবিক বেড়ে গেছে। তবে বৃষ্টির পরিমান একটু কমলেই দামও কমে যাবে।