বরই খেয়ে অসুস্থ, দুই বোনের মৃত্যুর কারণ জানালো আইইডিসিআর
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে বরই খাওয়ার পর অসুস্থ হয়ে দুই বোনের মৃত্যুর কারণ হিসেবে ‘মেনুভো ককটাল মেনুজেটিস’ রোগকে ধারণা করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
রোববার (৩১ মার্চ) আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, বরই খেয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মুনতাহা মারিশা (২) ও ১৭ ফেব্রুয়ারি মুফতাউল মাশিয়া (৫) নামের দুটি শিশু মারা যায়। এর কারণ জানতে আমরা সেখানে যাই ও কিছু নমুনা সংগ্রহ করি। এরপর আমরা পরীক্ষা-নিরীক্ষা করে সাসপেক্ট হিসেবে মেনুভো ককটাল মেনুজেটিস রোগে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিভিন্ন বিশেষজ্ঞ নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছিলাম। তাদের সিদ্ধান্ত অনুযায়ী মেনুভো ককটাল মেনুজেটিস রোগে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হয়েছে। তবে যেহেতু শিশু দুইটি মারা গেছে, আমাদের এর বেশি আর কিছু বের করা সম্ভব নয়। তাই ধরেই নিতে হবে মেনুভো ককটাল মেনুজেটিস রোগেই তাদের মৃত্যু হতে পারে।