সংবাদ শিরোনাম ::
বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু
উত্তম কুমার হাওলাদার,পটুয়াখালী
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২১:১০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের তিনটি গরু মারা গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার মাছুয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে। গরুর মাকিল ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদার। এর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে স্থানীয়রা জানিয়েছেন।
কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, তীব্র গরমের কারনে গরু তিনটি বেশ কয়েকদিন ধরে তিনি খোলা মাঠে বেঁধে রাখতেন। হঠাৎ করে মঙ্গলবার রাতে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে থাকে। এসময় বজ্রপাতে তার তিনটি গরু ঘটনাস্থলে মারা যায়।
এ বিষয়ে চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাহবুবুল আলম বাবুল মাস্টার বলেন,ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে অফিস থেকে ঘটনাস্থলে লোক পঠানো হয়েছে।