সংবাদ শিরোনাম ::
বকশীগঞ্জ পৌরসভার মেয়র হলেন মতিন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফকরুজ্জামান মতিন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৯ মার্চ (শনিবার) রাত সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফকরুজ্জামান মতিন ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ইসমাইল হোসেন বাবুল তালুকদার পান ৭ হাজার ৫৪৩ ভোট।
এছাড়াও বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট ও আনোয়ার হোসেন বাহাদুর পেয়েছেন ১ হাজার ২৬৩ ভোট।
এবারের নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১২ টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।