সংবাদ শিরোনাম ::
ফ্যানে ঝুলছে বাবা, বিছানায় ছেলের মরদেহ, আশঙ্কাজনক মেয়ে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
জানা গেছে, পুলিশ খবর পেয়ে শেরেবাংলা নগরের তালতলা মোল্লাপাড়ার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে। হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছে ৭ বছরের মেয়ে। মরদেহ সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে।
জানা গেছে, মশিউর শেয়ারের ব্যবসা করতেন। ছেলে সাহদাব উচ্চমাধ্যমিকে পড়াশুনা করতেন।
শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ আহাদ আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলে সাদাতের গলায় রশির দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে ও মেয়েকে হত্যা চেষ্টা করেছেন বাবা। মেয়ে সিনথিয়ার অবস্থাও আশঙ্কাজনক।