সংবাদ শিরোনাম ::
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ, আ’ লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ ও কুরুচিপূর্ণ ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতা সরদার আবুল কালাম আজাদ’র স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টার দিকে ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগ আয়োজিত বকুলতলা রেল চত্বরে এই মানববন্ধন পালিত হয়।
জানা গেছে, সরদার আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ’র ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের ভাগ্নে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, ভাঙ্গুড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ বরাত আলী, সাবেক ছাত্রনেতা মোখলেসুর রহমান সাঈদ।