ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৫৫৫ প্রাণ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের ৫০৩ টি সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত হয়েছে। আর এসব ঘটনায় আহত হয়েছে ১০৩১ জন। বুধবার (২০ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
একই সময়ে রেলপথে ৩৮টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে। আর৬৪ জন আহত হয়েছে। নৌ-পথে ৫ টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত এবং একজন নিখোঁজ রয়েছে।
সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৪৬ টি দুর্ঘটনায় ৫৯৯ জন নিহত এবং ১০৯৯ জন আহত হয়েছে। এই সময়ে ১৭৩ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২১০ জন নিহত ও ১২৯ জন আহত হয়েছে।
ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। অর্থাৎ ১১৫ টি সড়ক দুর্ঘটনায় ১৩৫ জন নিহত ও ৩১৭ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে।
বুধবার (২০ মার্চ) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ১৬৩ জন চালক, ৪৯ জন পরিবহন শ্রমিক, ২৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৩৪ জন পথচারী,৬৯ জন শিক্ষার্থী। এছাড়া ৫৮ জন শিশু, ৩ জন সাংবাদিক, ৬ জন শিক্ষক, একজন আইনজীবী, একজন মুক্তিযোদ্ধা, ৯৩ জন নারী,একজন চিকিৎসক , এবং ৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।
এরমধ্যে নিহত হয়েছে- ৩ জন পুলিশ সদস্য, ২ সাংবাদিক, একজন আনসার, একজন চিকিৎসক , একজন মুক্তিযোদ্ধা, ১২৩ জন বিভিন্ন পরিবহনের চালক, ৩৪ জন পথচারী, ১৫ জন পরিবহন শ্রমিক, ৪৪ জন শিশু, ৬ জন শিক্ষক, ৩৪ জন শিক্ষার্থী, ৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ৬২ জন নারী।
এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৭১০ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৪.৬৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি,২৪.৩৬ শতাংশ মোটরসাইকেল, ৫.৭৭ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস, ১২.৯৫ শতাংশ বাস, ১৭.০৪ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ৯.৫৭ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ইজিবাইক, ৫.৬৩ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।