ফুটবল টুর্নামেন্টে সদরপুর ইউনিয়ন বিজয়ী
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডপকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকাল ৪টায় এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ঢেউখালী ইউনিয়ন কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সদরপুর ইউনিয়ন পরিষদ।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন-সদরপুর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্নু মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেভা, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
খেলার দ্বিতীয়ার্ধে ১০ মিনিট অন্তর দু’টি গোল করেন সদরপুর ইউনিয়ন পরিষদের ১০নং জার্সির খেলোয়ার ফাইজুর। ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সাঈদ তোহা । খেলার শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী।