ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘ফকির লালন শাহ ছিলেন নির্ভেজাল ধার্মিক মানুষ’

কুষ্টিয়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়া আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসব উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই প্রতিবাদ্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় এবং লালন একাডেমীর আয়োজনে রোববার (২৪ মার্চ) বিকেলে লালন একাডেমির মিলনায়তনে স্মরণোৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া -৩ আসনের এম,পি মো. মাহবুবউল আলম হানিফ বলেছেন, ফকির লালন শাহ ছিলেন একজন নির্ভেজাল ধার্মিক মানুষ। কিন্তু একক কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন সকল ধর্মের উর্ধে মানবতার ধর্মের মানুষ। তিনি আরো বলেছেন, আজ সমাজের মধ্যে যখন মানুষের প্রতি মানুষের নৈতিকতা খুঁজে পাওয়া যায়না, সততা – মানবতা খুঁজে পাওয়া যায়না। তখন সমাজের অবক্ষয় থেকে বাঁচতে আমাদের সকলকে সমাজের মাঝে লালনের বাণী ও দর্শন ছড়িয়ে দিতে হবে।

জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে স্মরণোৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পুলিশ সুপার এ এই এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম ( বার), জেলা পরিষদের চেয়ারম্যান মো. সদর উদ্দিন খান।

জানা যায়, বাউল সম্রাট ফকির লালন শাহ তাঁর জীবদ্দশায় ছেঁউড়িয়ার ওই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দৌলপূর্নিমা রাতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবছর স্মরণোৎসব ঘিরে চলত তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। তবে রমজানের এবার গ্রামীন মেলার আয়োজন বন্ধ রেখে একদিনের জন্য এ আয়োজন করা হয়। এর পরেও বিভিন্ন এলাকা থেকে আঁখড়াবাড়িতে ভিড় করেছেন সাধু-ভক্ত-দর্শনার্থীরা। তবে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবারের সীমিত পরিসরে আলোচনা সভার মধ্যেদিয়ে একদিনেই শেষ করা হয়েছে স্মরণোৎসব ২০২৪।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘ফকির লালন শাহ ছিলেন নির্ভেজাল ধার্মিক মানুষ’

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়া আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন শাহের স্মরণোৎসব উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই প্রতিবাদ্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় এবং লালন একাডেমীর আয়োজনে রোববার (২৪ মার্চ) বিকেলে লালন একাডেমির মিলনায়তনে স্মরণোৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া -৩ আসনের এম,পি মো. মাহবুবউল আলম হানিফ বলেছেন, ফকির লালন শাহ ছিলেন একজন নির্ভেজাল ধার্মিক মানুষ। কিন্তু একক কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন সকল ধর্মের উর্ধে মানবতার ধর্মের মানুষ। তিনি আরো বলেছেন, আজ সমাজের মধ্যে যখন মানুষের প্রতি মানুষের নৈতিকতা খুঁজে পাওয়া যায়না, সততা – মানবতা খুঁজে পাওয়া যায়না। তখন সমাজের অবক্ষয় থেকে বাঁচতে আমাদের সকলকে সমাজের মাঝে লালনের বাণী ও দর্শন ছড়িয়ে দিতে হবে।

জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে স্মরণোৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পুলিশ সুপার এ এই এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম ( বার), জেলা পরিষদের চেয়ারম্যান মো. সদর উদ্দিন খান।

জানা যায়, বাউল সম্রাট ফকির লালন শাহ তাঁর জীবদ্দশায় ছেঁউড়িয়ার ওই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দৌলপূর্নিমা রাতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবছর স্মরণোৎসব ঘিরে চলত তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। তবে রমজানের এবার গ্রামীন মেলার আয়োজন বন্ধ রেখে একদিনের জন্য এ আয়োজন করা হয়। এর পরেও বিভিন্ন এলাকা থেকে আঁখড়াবাড়িতে ভিড় করেছেন সাধু-ভক্ত-দর্শনার্থীরা। তবে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবারের সীমিত পরিসরে আলোচনা সভার মধ্যেদিয়ে একদিনেই শেষ করা হয়েছে স্মরণোৎসব ২০২৪।