ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকাকে ধর্ষণ ও হত্যা, ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের বন্দরে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন। একই সাথে তাদের প্রত্যেককে লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো-মো. মুন্না ওরফে টুকুন (৩৫), মো. আমজাদ হোসেন (৪৩) ও ছেলে ফারুক (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৭ সালের বন্দর থানার দায়ের করা ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক ছিল।

তিনি আরও জানান, ২০১৭ সালের ২৪ এপ্রিল থেকে ভুক্তভোগী তরুণী তার ছোট বোনের বাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ ছিলেন। এরপর ২৭ এপ্রিল একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, মামলার তদন্তে জানা যায়, ভুক্তভোগী তরুণী হোসিয়ারীতে চাকরী করার সময় ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের সূত্র ধরে ফারুকের সাথে দেখা করতে গেলে ঘুরতে নিয়ে যায়। এক পর্যায়ে ফারুক ভুক্তভোগীকে ধর্ষণ করে। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়।

এ মামলায় ৬ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন বলে যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকাকে ধর্ষণ ও হত্যা, ৩ জনের যাবজ্জীবন

সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জের বন্দরে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন। একই সাথে তাদের প্রত্যেককে লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো-মো. মুন্না ওরফে টুকুন (৩৫), মো. আমজাদ হোসেন (৪৩) ও ছেলে ফারুক (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৭ সালের বন্দর থানার দায়ের করা ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা পলাতক ছিল।

তিনি আরও জানান, ২০১৭ সালের ২৪ এপ্রিল থেকে ভুক্তভোগী তরুণী তার ছোট বোনের বাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ ছিলেন। এরপর ২৭ এপ্রিল একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, মামলার তদন্তে জানা যায়, ভুক্তভোগী তরুণী হোসিয়ারীতে চাকরী করার সময় ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের সূত্র ধরে ফারুকের সাথে দেখা করতে গেলে ঘুরতে নিয়ে যায়। এক পর্যায়ে ফারুক ভুক্তভোগীকে ধর্ষণ করে। ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়।

এ মামলায় ৬ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন বলে যোগ করেন তিনি।