ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ/ দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে শুরু হবে। যা চলবে ২২ এপ্রিল পর্যন্ত । এই ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিবেন খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বুধবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগের ২২টি জেলা শহরে এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলে এ পরীক্ষা।

দ্বিতীয় পর্বে মোট ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন প্রার্থী ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে পরীক্ষায় অংশ নেন।

২০২৩ সালের ২০ মার্চ ২য় পর্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) পরীক্ষা গত বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষা শেষে ১৮ দিনের মাথায় গত ২০ ফেব্রুয়ারি এ ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। এসব প্রার্থীরা আগামীকাল থেকে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

তৃতীয় ও শেষ ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগ/ দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার শুরু

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে শুরু হবে। যা চলবে ২২ এপ্রিল পর্যন্ত । এই ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিবেন খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বুধবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগের ২২টি জেলা শহরে এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলে এ পরীক্ষা।

দ্বিতীয় পর্বে মোট ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন প্রার্থী ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে পরীক্ষায় অংশ নেন।

২০২৩ সালের ২০ মার্চ ২য় পর্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) পরীক্ষা গত বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষা শেষে ১৮ দিনের মাথায় গত ২০ ফেব্রুয়ারি এ ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। এসব প্রার্থীরা আগামীকাল থেকে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

তৃতীয় ও শেষ ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হবে।