সংবাদ শিরোনাম ::
প্রশ্নফাঁসে দল হারালেন আওয়ামী লীগ নেতা মিজানুর
লালমনিরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
বিসিএস’র প্রশ্নফাঁসে অভিযুক্ত লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, শৃঙ্খলা-পরিপন্থী, সংগঠনবিরোধী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকায় মো. মিজানুর রহমানকে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো।
বিসিএসের প্রশ্নফাঁস চক্রের এক তালিকায় নাম আসে মিজানুর রহমান মিজানের। এরপর শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগ জরুরি সভায় তাকে দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হয়ে জরুরি সভা ডেকে তাকে বহিষ্কার করা হয়।