ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রশিক্ষণ সেমিনার থেকে ৩২ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যাম্পের বাইরে এসে সেমিনার ও প্রশিক্ষণ করছিলো ৩২ রোহিঙ্গা। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। শুক্রবার (১৭ মে) তাদের আটক করা হয়।

জানা যায়, শুক্রবার (১৭ মে) সকাল ১০টা থেকে কক্সবাজারের উখিয়ারআদালত পাড়া সংলগ্ন একটি বহুতল ভবনে
অনুমতি ব্যতীত ক্যাম্পের বাইরে এসে রোহিঙ্গা যুবক-যুবতীদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। এশিয়া প্যাসিফিক অব রিফিউজি ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস’ এর সহযোগিতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে গোয়েন্দা সংস্থা এনএসআই। যা উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে ওই স্থান অভিযান চালিয়ে ৩২ রোহিঙ্গা, ২টি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ৩২ টি মোবাইল ও সংঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা করা হয়।

এনএসআই জানায়, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে যোগসাজশ রক্ষা করে ক্যাম্পের অভ্যন্তরে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং তথ্য পাচারে এরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রশিক্ষণ সেমিনার থেকে ৩২ রোহিঙ্গা আটক

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

ক্যাম্পের বাইরে এসে সেমিনার ও প্রশিক্ষণ করছিলো ৩২ রোহিঙ্গা। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। শুক্রবার (১৭ মে) তাদের আটক করা হয়।

জানা যায়, শুক্রবার (১৭ মে) সকাল ১০টা থেকে কক্সবাজারের উখিয়ারআদালত পাড়া সংলগ্ন একটি বহুতল ভবনে
অনুমতি ব্যতীত ক্যাম্পের বাইরে এসে রোহিঙ্গা যুবক-যুবতীদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। এশিয়া প্যাসিফিক অব রিফিউজি ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস’ এর সহযোগিতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে গোয়েন্দা সংস্থা এনএসআই। যা উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে ওই স্থান অভিযান চালিয়ে ৩২ রোহিঙ্গা, ২টি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ৩২ টি মোবাইল ও সংঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা করা হয়।

এনএসআই জানায়, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে যোগসাজশ রক্ষা করে ক্যাম্পের অভ্যন্তরে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং তথ্য পাচারে এরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে।