https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪

প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত/ যেভাবে প্রাণে বাঁচলেন দুই পাইলট

চট্টগ্রাম ব্যুরো
মে ৯, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ । ১৯ জন
Link Copied!

চট্টগ্রামে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকালে সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। বিমানে থাকা দুই পাইলট অক্ষত অবস্থায় রয়েছেন। আইএসপিআর এক বার্তায় এই তথ্য নিশ্চিত করে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে। চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনাকবলিত বিমানের দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উড্ডয়নের অল্পক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানের দুই পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। এর ফলে প্রাণে বেঁচে যান তারা। বিমানটি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়।