সংবাদ শিরোনাম ::
প্রথম ধাপের ভোট শেষ, এখন চলছে গণনা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোট শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ভোট চলাকালে দু-একটি জায়গায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের কোন সংঘর্ষের ঘটেনি। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত।
এ ধাপে ১৩৯ উপজেলার ২২টিতে ইভিএমে ভোট হয়। আর বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়ে।
নির্বাচনে ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন।