সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন মেয়র লিটন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত অনুযায়ী খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত হবেন।
রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচনে তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন। ২০০৮ থেকে ২০১৩ মেয়াদে প্রথম মেয়র সির্বাচিত হন তিনি। এরপর ২০১৮ থেকে ২০২৩ দ্বিতীয় মেয়াদে। সেময়ও তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ করেন।