সংবাদ শিরোনাম ::
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাঞ্জা দিলো ভারত
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের করেছে ভারত। আসন্ন লোবসভা নির্বাচনকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে ভারত কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে এই আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বিশ্বের বড় পেঁয়াজ রপ্তানিকারক ভারত। এর আগে গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত।এরপর তা বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত করা হয়। এই সময় শেষ হওয়ার আগেই পেঁয়াজ রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিলো দেশটি।
পেঁয়াজ উৎপাদনকারী বড় রাজ্য মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। ডিসেম্বরে প্রতি একশ কেজি পেঁয়াজের দাম ছিলো ৪ হাজার ৫০০ রুপি। এখন তা এক হাজার ২০০ রুপিতে নেমেছে।