ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ হেফাজতে মৃত্যু/ ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি এবিএম ফরমান আলীসহ ১২ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে এই মামলা দায়ের করা হয়। বুধবার (৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মোহাম্মদ সোনিয়া বেগম এই মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলো- ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ফারহানা ইয়াসমিন, ডেপুটি জেলার মো. মাহবুব,উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান, পুলিশের উপ-পরিদর্শক চঞ্চল কুমার বিশ্বাস, সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন,কনস্টেবল জোনাব আলী, কনস্টেবল হাবিবুর, কনস্টেবল মোবারক, পুলিশের শাহ আলম ও সোর্স সবুজ ।

মামালার অভিযোগে বলা হয়, চলতি বছরের ১৭ মার্চ রানাকে আসামি শাহ আলম ও সবুজ ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে যাত্রাবাড়ী থানায় নিয়ে যায়। এরপর সেখানে রানাকে শারীরিক নির্যাতন চালানো হয়। পিটিয়ে রানার দুই পা ভেঙে দেয়া হয় এবং বুকের মাঝে ও মাথায় আঘাত করা হয়। ভিকটিমকে নির্যাতনের সময় আসামি সবুজ বাদীকে ফোন দিয়ে মারধর ও কান্নার আওয়াজ শোনান এবং ৫০ হাজার টাকা দিলে পারলে মারধর বন্ধ হবে।

অভিযোগে উল্লেখ আরও করা হয়,বাদী গত ১৮ মার্চ কোর্টে যান। ভিকটিম রানার সাথে দেখা করার জন্য সেখানকার গারদে যান তিনি। সেখানে তাকে পাওয়া যায়নি। এরপর খোঁজ না পেয়ে বাসায় চলে আসেন বাদী। পরে ১৯ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগােে গিয়ে ভিকটিমকে দেখার জন্য টিকিট কাটেন। জেল কর্তৃপক্ষ বাদীকে জানায়, ভিকটিম রানা জেলে নেই। সেখান থেকে আবার যাত্রাবাড়ী থানায় আসেন। পরদিন ২০ মার্চ সকালে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে বলা হয় ঢাকা মেডিকেলের মর্গে আসতে। সেখানে গিয়ে বাদী রানাকে মৃত অবস্থায় দেখতে পান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ হেফাজতে মৃত্যু/ ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার ওসি এবিএম ফরমান আলীসহ ১২ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে এই মামলা দায়ের করা হয়। বুধবার (৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মোহাম্মদ সোনিয়া বেগম এই মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলো- ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ফারহানা ইয়াসমিন, ডেপুটি জেলার মো. মাহবুব,উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান, পুলিশের উপ-পরিদর্শক চঞ্চল কুমার বিশ্বাস, সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন,কনস্টেবল জোনাব আলী, কনস্টেবল হাবিবুর, কনস্টেবল মোবারক, পুলিশের শাহ আলম ও সোর্স সবুজ ।

মামালার অভিযোগে বলা হয়, চলতি বছরের ১৭ মার্চ রানাকে আসামি শাহ আলম ও সবুজ ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে যাত্রাবাড়ী থানায় নিয়ে যায়। এরপর সেখানে রানাকে শারীরিক নির্যাতন চালানো হয়। পিটিয়ে রানার দুই পা ভেঙে দেয়া হয় এবং বুকের মাঝে ও মাথায় আঘাত করা হয়। ভিকটিমকে নির্যাতনের সময় আসামি সবুজ বাদীকে ফোন দিয়ে মারধর ও কান্নার আওয়াজ শোনান এবং ৫০ হাজার টাকা দিলে পারলে মারধর বন্ধ হবে।

অভিযোগে উল্লেখ আরও করা হয়,বাদী গত ১৮ মার্চ কোর্টে যান। ভিকটিম রানার সাথে দেখা করার জন্য সেখানকার গারদে যান তিনি। সেখানে তাকে পাওয়া যায়নি। এরপর খোঁজ না পেয়ে বাসায় চলে আসেন বাদী। পরে ১৯ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগােে গিয়ে ভিকটিমকে দেখার জন্য টিকিট কাটেন। জেল কর্তৃপক্ষ বাদীকে জানায়, ভিকটিম রানা জেলে নেই। সেখান থেকে আবার যাত্রাবাড়ী থানায় আসেন। পরদিন ২০ মার্চ সকালে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে বলা হয় ঢাকা মেডিকেলের মর্গে আসতে। সেখানে গিয়ে বাদী রানাকে মৃত অবস্থায় দেখতে পান।