সংবাদ শিরোনাম ::
পুড়ে গেলো হাজারীবাগ বস্তির অর্ধশতাধিক ঘর
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
রাজধানীর হাজারীবাগে টিনশেড বস্তিতে আগুন লেগে দোকানপাট ও বাসাবাড়ি মিলে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, হাজারীবাগ বস্তিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে য়ায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বস্তির এক বাসিন্দা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে এলে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।