সংবাদ শিরোনাম ::
পুকুরে ডুব দিয়ে হাঁস ধরার প্রতিযোগীতা
উত্তম কুমার হাওলাদার, পটুয়াখালী
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
পুকুরে ৪টি হাঁস ধরতে ঝাঁপিয়ে পড়ে ২০ জনের একদল যুককের দল। এই প্রতিযোগিতা দেখতে পুকুরের চারপাশে জড়ো হন উৎসুক মানুষ। প্রতিযোগীরা হাঁসের পেছনে ছুটতে থাকেন।
বুধবার (১৭ এপ্রিল) পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খাষ পুকুরে বৈশাখী মেলা উপলক্ষে ব্যতিক্রমি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহনকারীদের মধ্যে মোফাজ্জেল প্রথম একটি হাঁস ধরে ফেলেন। এরপর মেহেদী হোসেন আধাঁর, আসলাম ও রবিউল বাকি তিনটি হাঁস ধরে ফেলেন।
কলাপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মো. রহিমুল হক হিরা বলেন, বৈশাখী মেলা উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যতিক্রমী এই প্রতিযোগীতার আয়োজন করেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, সাত দিনব্যাপী এই মেলা উপলক্ষে প্রতিদিনই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সব খেলাধুলার আয়োজন করা হয়েছে।