সংবাদ শিরোনাম ::
পুকুরে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
পাবনা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে আল আমিন হোসেন (১২) নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আল-আমিন হোসেন ঈশ্বরদী উপজেলা রামনাথপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে আল-আমিন বাড়ির পাশে পুকুর গোসল করতে যায়। এ সময় সে পুকুরে লাফ দেয়। পুকুরের গভীরতা বেশি হওয়ায় সে তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, আল-আমিনের মৃত্যু নিয়ে আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।