ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ে অভিযান, ১৮ নারীসহ কেএনএফে’র ৪৯ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’র ৪৯ সদস্যকে আটক করা হয়েছে। এরমধ্রে ১৮ নারী রয়েছেন। সােমবার (৮ এপ্রিল) তাদের আটক করা হয়।

এ সময় উদ্ধার করা হয় ৭টি অস্ত্র ও গাড়ি। এছাড়াও উদ্ধার করা হয়েছে কেএনএফএর পোশাক।

এর আগে দুপুরে একই পাড়া থেকে কেএনএফ এর সক্রিয় ২ সদস্যকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদসহ তাদের ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়,যৌথ বাহিনীর একটি দল সোমবার রুমা উপজেলার বেথেল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন ১৮ নারী ও ৩১ জন পুরুষকে আটক করা হয়। পরে তাদেরকে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।

বান্দরবানের রুমা ও থানচিতে কেএনএফ এর সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী এসময় ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত এক ড্রাইভারকে আটক করা হয়েছে।রবিবার রাতে রুমা ও থানচি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয় রুমা ব্যাথেল পাড়া সেনা অভিযানে সাতটি দেশি বন্দুক, ২০টি কার্তুজ, কে এন এফ এর ইউনিফর্ম, বিভিন্ন বিপুল সরঞ্জাম, সাথে সন্দেহভাজন হিসেবে রুম সোনালী ব্যাংকের সহকারি ক্যাশিয়ার ও এএনএফ এর ২ সদস্য আটক করা হয়। সূত্র রিজিয়ন কমান্ডার। অভিযানো নেতৃত্ব দিয়েছেন রুমার সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন।এদিকে রুমা-থানচি উপজেলায় কেএনএফ এর লাগাতর সন্ত্রাসী কর্মকান্ড দমনে যুক্ত করেছে সাঁজোয়া যান।

এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি মোকাবিলায় আনা হয়েছে বিশেষ সাঁজোয়া যান। যা দিয়ে এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাাকায় টহল দেবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এই সাঁজোয়া যান হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্র সজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়।

এব্যপারে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, রবিবার গভির রাতে রুমা ও থানচিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কেএনএফ এর ৩ সদস্যকে আটক করা হয়,তাদের মধ্যে একজন ব্যাংক ডাকাতির সাথে সরাসরি জড়িত এবং ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে সাথে ড্রাইভারকেও আটক করা হয়। তিনি আরো বলেন,উপজেলা গুলোতে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অভিযানের অংশ হিসেবে চারটি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে।

এদিকে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন,ব্যাংক ডাকাতি, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা,অস্ত্র ছিনতাই ও অপহরণের ঘটনায় সন্দেহভাজন ৪৯ জনকে আটক করা হয়েছে।তদন্ত শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাহাড়ে অভিযান, ১৮ নারীসহ কেএনএফে’র ৪৯ সদস্য আটক

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪

বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’র ৪৯ সদস্যকে আটক করা হয়েছে। এরমধ্রে ১৮ নারী রয়েছেন। সােমবার (৮ এপ্রিল) তাদের আটক করা হয়।

এ সময় উদ্ধার করা হয় ৭টি অস্ত্র ও গাড়ি। এছাড়াও উদ্ধার করা হয়েছে কেএনএফএর পোশাক।

এর আগে দুপুরে একই পাড়া থেকে কেএনএফ এর সক্রিয় ২ সদস্যকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদসহ তাদের ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়,যৌথ বাহিনীর একটি দল সোমবার রুমা উপজেলার বেথেল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন ১৮ নারী ও ৩১ জন পুরুষকে আটক করা হয়। পরে তাদেরকে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।

বান্দরবানের রুমা ও থানচিতে কেএনএফ এর সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী এসময় ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত এক ড্রাইভারকে আটক করা হয়েছে।রবিবার রাতে রুমা ও থানচি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয় রুমা ব্যাথেল পাড়া সেনা অভিযানে সাতটি দেশি বন্দুক, ২০টি কার্তুজ, কে এন এফ এর ইউনিফর্ম, বিভিন্ন বিপুল সরঞ্জাম, সাথে সন্দেহভাজন হিসেবে রুম সোনালী ব্যাংকের সহকারি ক্যাশিয়ার ও এএনএফ এর ২ সদস্য আটক করা হয়। সূত্র রিজিয়ন কমান্ডার। অভিযানো নেতৃত্ব দিয়েছেন রুমার সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন।এদিকে রুমা-থানচি উপজেলায় কেএনএফ এর লাগাতর সন্ত্রাসী কর্মকান্ড দমনে যুক্ত করেছে সাঁজোয়া যান।

এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি মোকাবিলায় আনা হয়েছে বিশেষ সাঁজোয়া যান। যা দিয়ে এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাাকায় টহল দেবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এই সাঁজোয়া যান হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্র সজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়।

এব্যপারে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, রবিবার গভির রাতে রুমা ও থানচিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কেএনএফ এর ৩ সদস্যকে আটক করা হয়,তাদের মধ্যে একজন ব্যাংক ডাকাতির সাথে সরাসরি জড়িত এবং ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে সাথে ড্রাইভারকেও আটক করা হয়। তিনি আরো বলেন,উপজেলা গুলোতে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অভিযানের অংশ হিসেবে চারটি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে।

এদিকে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন,ব্যাংক ডাকাতি, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা,অস্ত্র ছিনতাই ও অপহরণের ঘটনায় সন্দেহভাজন ৪৯ জনকে আটক করা হয়েছে।তদন্ত শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ব্যবস্থা নেয়া হবে।