সংবাদ শিরোনাম ::
পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী
বান্দরবান প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৯ সদস্য। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের জেরে সোমবার (১১ মার্চ) তারা পালিয়ে এসে আশ্রয় নেয়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আরাকান আর্মির আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় বিজিপি সদস্যসহ ৩৩০ জন। পরে ১৫ ফেব্রুয়ারি তাদের মিয়ানমারে ফিরিয়ে দেয়া হয়।
বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
এর আগে গত বছরের ১৩ নভেম্বর থেকে উত্তর রাখাইন ও প্রতিবেশী দক্ষিণ চিন রাজ্যে মিয়ানমার জান্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।






















