সংবাদ শিরোনাম ::
পাচারকালে গাঁজাসহ একজন আটক
ত্রিপুরারী দেবনাথ তিপু , হবিগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে পাচারকালে গাঁজাসহ এক মাদককারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রবিবার (১৭ মার্চ) দুপুরে মাধবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর বাজার অক্ষয় ম্যানশন সংলগ্ন পূজা কনফেকশনারি এন্ড কপি হাউজের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ রাজু আহমেদ (৩৫)কে আটক করে। এই অভিযানে নেতৃত্ব দেন এস আই শামস্ – ই – তাব্রীজ।
আটক রাজু শরিয়তপুর জেলার জাজিরা থানার কবিরাজ কান্দি গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র। তার কাছ থেকে ভারতীয় দুই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আরেক মাদককারবারী দানা মিয়া পলাতক রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, আটক রাজুর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।





















