পাঁচ সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি এসিল্যান্ডের
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
লালমনিরহাটে ৫ সাংবাদিককে আটকে রেখে জেলে পাঠানো হুমকি দিয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-নোমান।
সহকারী কমিশনারের নিজ কার্যালয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএম মমিন গিয়ে সাংবাদিকদের মুক্ত করেন।
এ ঘটনায় জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় আশ্বাস দিলে সাংবাদিকরা ঘটনাস্থল ত্যাগ করেন।
লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক, এটিএন বাংলা ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধ আনোয়ার হোসেন স্বপন বলেন, জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএম মমিন জানান, সহকারী কমিশনারের অনুপস্থিতিতে অফিস সহকারীরা কোনোভাবেই জমির খারিজ শুনানি করতে পারেন না। বিষযটি জেলা প্রশাসক খতিয়ে দেখছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।