সংবাদ শিরোনাম ::
‘পহেলা বৈশাখে জঙ্গি হামলার শঙ্কা নেই’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর রমনায় পহেলা বৈশাখের রোববার (১৪ এপ্রিল) অনুষ্ঠানে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় রমনা পার্কে পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, বাঙালি জাতির অসম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ পহেলা বৈশাখ। এজন্য এর ওপর বারবার আঘাত এসেছে। সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলাও হয়েছে। এজন্য সবকিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে পহেলা ভেশাখ ঘিরে হামলার শঙ্কা নেই।
তিনি আরও বলেন, রমনা বটমূলে রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টার পর্যন্ত প্রবেশ করা যাবে। এরপর আর কেউ প্রবেশ করতে পারবেন না। সন্ধ্যার আগে সবাইকে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।