https://bangla-times.com/
ঢাকাবুধবার , ২৭ মার্চ ২০২৪

পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে ৬টার মধ্যে

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ । ৯৯ জন
Link Copied!

পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে। এছাড়া ফানুস উড়ানো ও আতশবাজি ফুটানো যাবে না।

বুধবার (২৭ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ তথ্য জানানো হয়।

এ সময় সভায় বলা হয়, বর্ষবরণের অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট ও গোয়েন্দা বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়াও অনুষ্ঠানে ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, নববর্ষ উদযাপন নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করা করলে তাদের আইনের আওতায় আনা হবে।