পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার (৬ এপ্রিল) সকালে বান্দরবানের উদ্দেশ্যে তার যাওয়ার কথা রয়েছে তার। শুক্রবকার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিঞ্জপ্তিেতে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানের পরিস্থিতি পর্যবেক্ষণসহ এক মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।
উল্ল্যেখ, গত কয়েকদিন থেকে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে বান্দরবানে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে রুমায় সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায়। এ সময় ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করা হয়। এর পরদিন বুধবার দুপুরে থানচি উপজেলার কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে বৃহস্পতিবার থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে।

























