সংবাদ শিরোনাম ::
পরিমাপে কারসাজি, জরিমানা গুনলেন ৯ ব্যবসায়ী
পটুয়য়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
মূল্য তালিকা না থাকা এবং পরিমাপে কারসাজি করার অপরাধে পটুয়াখালীর কলাপাড়ায় ৯ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।
বুধবার (১৩ মার্চ) দুপুর পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন পটুয়াখালী ভোক্তা অভিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। অভিযান চলাকালীন সময় তিনি সচেতনতামূলক লিফলেট বিতরন করেন। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ জানান, মেয়াদউত্তীর্ন পন্য বিক্রি করায় ২ কসমেটিক্স ব্যবসায়ীকে ৪ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকা এবং পরিমাপে কারসাজি করার অপরাধে ৭ ফল ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মো.সোয়াইব মিয়া।