নীলফামারীতে ৪৪ ঘন্টায় চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
নীলফামারীতে ৪৪ ঘন্টায় একটি চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে নীলফামারী সদর থানা পুলিশ। বৃস্পতিবার (১ আগস্ট) বিকালে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস-ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোকবুল হেগাসেন।
এ প্রেসব্রিফিয়ে তিনি জানান, গত ২৭ জুলাই রাতে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মুত; আবুল হোসেন ছেলে বুলু মিয়া বাড়ী থেকে বেরিয়ে যায়। এরপর থাইগেমের পাটনার চাঁর বন্ধু মিলে বাড়ীর পার্শ্ববর্তী শ্বাসনঘাটে একজন যৌনকর্মীর সাথে রঙ্গলীলায় মেতে উঠে।এক পর্যায়ে পৃর্বশত্রুতার প্রতিশোধ নিতে বুলু মিয়াকে হত্যার পরিকল্পনা করে চারবন্ধু।তারা বুলু কে হরমুন জাতীয় (যৌনউত্তেজক) সিংজিং উষুধ সেবন করায়। এ ওষুধ সেবনের পর বুলু মিয়া অচেতন হয়ে পড়ে। এরপর তাকে একটি আমন ক্ষেতে নিয়ে গিয়ে কাঁদামাটিতে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ঘাতক চাঁর বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনা উদঘাটনে পুলিশ সুপার মোকবুল হোসেন দিক-নির্দেশনায় ৪৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে নীরফামারী সদর থানা পুলিশ।এ ঘটনার প্রধান অভিযুক্ত সোহাগ ইসলাম ওরফে স্বাধীন ও সাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিজ্ঞ আলতের ফৌঃ কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। এই ঘাতক সোহাগ ইসলাম ওরফে স্বাধীন অপর একটি গ্যাংরেপের হত্যাকান্ডের চার্জশীটভুক্ত প্রধান আসামীবলে জানান তিনি।