‘নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে’
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ মে) বেলা পৌনে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ম রক্ষার ভোট না। নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। কোনো একটা দেশের শাসনব্যবস্থাকে চালু রাখতে হলে নির্বাচন প্রয়োজন।
হাবিবুল আউয়াল আরও বলেন, নির্বাচনে কে এলো বা কে এলো না এটা নির্বাচন কমিশনের দেখার বিষয় না। নির্বাচনের কমিশনের কাজ নির্বাচন আয়োজন করা।
উল্লেখ্য,৮ মে (বুধবার) প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া এক লাখ ৫৯ হাজার ৮৭৪ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
অন্যদিকে ভোট উপলক্ষে ভোটের দিন ১৪১টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। চার ধাপের নির্বাচনে পরবর্তীতে তিন ধাপের ভোট ২৩, ২৯ মে ও ৫ জুন ভোট হবে।