নির্বাচনী দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনা আহত ঈশ্বরগঞ্জ ইউএনও
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ফুলপুর উপজেলা সদরে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস ইউএনওর গাড়ির সংঘর্ষে ঈশ্বরগঞ্জ ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হয়েছেন। তার একটি হাত ভেঙ্গে গেছে।
জানা যায়, বুধবার (৮ মে) সকাল পৌনে ৬টার দিকে ফুলপুর উপজেলার মোকামিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ইউএনওকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম ও ওসি মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বাস ও বাসের হেলপারকে আটক করা হয়েছে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম ও ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আহত ইউএনওকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আর বাস জব্দ এবং হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।