সংবাদ শিরোনাম ::
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ডাম্প ট্রাক, ৬ শ্রমিকের মৃত্যু
রাঙ্গামাটি প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
রাঙামাটির বাঘাইছড়িতে একটি ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (২৪ এপ্রিল) বিকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুরে এ ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার বলেন, ডাম্প ট্রাক দুর্ঘটনায় ৬ শ্রমিকের মৃত্যুর খবর শনেছি। এলাকাটি দুর্গম হওয়ায় পৌঁছাতে সময় লাগছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যাচ্ছে।
এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে যারা ছিলো তারা সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক। সড়কের অনেক স্থানে উচু নিচু পাহাড় রয়েছে। উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে গাড়ি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।