https://bangla-times.com/
ঢাকাসোমবার , ২৭ মে ২০২৪
  • অন্যান্য

নিম্নচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল

নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২৪ ১:১১ অপরাহ্ণ । ৩৮ জন
Link Copied!

ঘূর্ণিঝড় রিমাল শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। বৃষ্টির বাড়িয়ে তা স্থল নিম্নচাপে পরিণত হবে। সোমবার (২৭ মে) সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আবহাওয়ার বিশেষ (১৯) ও শেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনায, কয়রায় অবস্থান করা ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি বৃষ্টিপাত বাড়িয়ে স্থল নিন্নচাপে পরিণত হবে।

ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নন্বর স্থানীয় সতর্ক দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল (২৬ মে) রোববার রাত ৮টার দিকে উপকূলে আঘাত হানে। রেমালের প্রভাবে সোমবার (২৭ মে) পর্যন্ত সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রামে ৬ মৃত্যুর খবর পাওয়া গেছে।