নিবন্ধন না থাকায় দুই হাসপাতাল সিলগালা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
বিভিন্ন অনিয়ম ও নিবন্ধন না থাকায় সাভারে দুটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা.সাইদুল ইসলামের নেতৃতে এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মুল হুদা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সাভারে অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাভারে তিনটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে।
এরমধ্যে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় অবস্থিত এ্যাডভান্সড ডায়াগনষ্টিক সেন্টার হাসপাতালের লাইসেন্স হালনাগাদ করা নেই। সে কারণে ওই হাসপাতালকে অন্যান্য সকল কার্যক্রম বন্ধ রেখে শুধু ডাক্তারের চেম্বার পরিচালনা করার অনুমতি প্রদান করা হয়েছে। এছাড়া পৌর এলাকার গেন্ডা ল্যাবস্টার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ও রেডিও কলোনি মহল্লার জ্যোতি চক্ষু হাসপাতাল সিলগালা করে বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
এসময় অভিযানে উপজেলা স্বাস্থ্য প্রসাশন ও পুলিশ উপস্থিত ছিলেন।