নিউটাউনে ‘খুন’ এমপি আনোয়ারুল, ঘনাচ্ছে রহস্য
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে
ভারতে চিকিৎসা করাতে গিয়ে ‘খুন’হলেন আরওয়ামী লীগের তিন বারের এমপি আনোয়ারুল আজিম। গত ৮ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এদিকে, খুনের ঘটনায় তদন্ত নেমেছে বারতীয় পুলিশ। সংবাদমাধ্যমে জানা গেছে, নিখোঁজ এমপির তদন্তে নেমে পুলিশের কাছে উঠে আসছে খুনের রহস্য।
চিকিৎসা করাতে চলতি মাসের ১২ মে কলকাতা যান এই এমপি। তার পর পরিবারের সাথে কোনো যোগাযোগও করেননি তিনি। ১৪ মে থেকে তার ফোনও ‘সুইচড অফ’ ছিলেঅ। পুলিশ সূত্রের খবর, শেষবার এমপি আনোয়ারুল আজিমের মোবাইল টাওয়ারের লোকেশন উত্তরপ্রদেশে পাওয়া গিয়েছিলো। তবে তার সাথে যোগাযোগ করতে না পেরে তার পরিবারের পক্ষ থেকেজোনানো হয় ডিবি অফিসে। এরপর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সাথে। নিখোঁজ এমপির খোঁজে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর তা থেকেই দাবি, খুন করা হতে পারে ওই এমপিকে।
জানা গেছে, কলকাতায় এসে তিনি উঠেছিলেন বরানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। দুইদিন সেখানে থাকার পর ১৪ তারিখ তিনি গোপালকে জানান, বিশেষ প্রয়োজনে তিনি বাইরে বের হচ্ছেন, ফিরে আসবেন আজই। তবে তার পরদিন এমপি ফিরে না আসায় উদ্বিগ্ন গোপাল থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশের তরফেও তাকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তার ফোন সুইচ অফ পাওয়া যায়। এরপর এমপির খোঁজে তৎপর হয়ে ওঠে দুই দেশ।
আরো একটি তথ্য বলছে, কলকাতায় এসে তিনি নিউ টাউনের বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে এক মহিলা সঙ্গীসহ তার সাথে ছিলেন আরও কয়েকজন। তিনি যদি খুন হয়ে থাকেন, তাহলে কে বা কারা খুন করেছে এবং কেনই বা খুন করলো, এখন পর্যন্ত তা স্পষ্ট নয়। ইতিমধ্যে নিউটাউন থানা পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ কর্মকতারা তদন্তে নেমেছেন। খতিয়ে দেখা হচ্ছে আবাসনে সিসিটিভি ফুটেজও।