নামোচাকপাড়া সীমান্তে থেকে অস্ত্র ও গাঁজাসহ একজন আটক
- সংবাদ প্রকাশের সময় : ০২:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নামোচাকপাড়া সীমান্তে ভারত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, দুই কেজি গাঁজাসহ এক চোরাকারবারিকে আটক করেছে ৫৯ বিজিবি।
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের নলডুবি ব্রীজ নামক স্থানে রাস্তার উপর সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র, গুলি মাদক উদ্ধার করে। সোমবার রাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়ন।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত থেকে চোরাচালানের খবর পেয়ে একটি অটোরিকসায় তল্লাশি করে এসব উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে আটক করা হয় নলডুবি গ্রামের ভাদু মিয়ার ছেলে অটোরিকশা যাত্রী শফিকুল ইসলামকে। আটককৃত চোরাকারবারী, অস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং গাঁজা মামলা দায়ের করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানায় বিজিবি।