ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এখন শান্ত

বান্দরবান প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমারের সীমান্ত এখন শুনশান নিরব। নেই কোন গোলার শব্দ। ওপার থেকে গত এক সপ্তাহে কোন বিকট শব্দও ভেসে আসেনি এপারে। এতে সীমান্তের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরছে।

তবে সীমান্তে বসবাসকারী এক প্রবীণ মুরুব্বি জানান, সম্প্রতি চলে আসা মিয়ানমার সেনাবাহিনী এবং আরকান আর্মির মাঝে সংঘর্ষে হতাহত হয়েছেন অসংখ্য। তাদের অভ্যন্তরিন সমস্যা নিয়ে চলা সংঘর্ষে তারুণ্যে ভরা বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির কাছে মিয়ানমার বর্ডার গার্ড বিজিপির ৬২ কিলোমিটার সীমান্তের যত অবজারভেশন পোস্ট ছিল তার সবগুলো দখলে নিয়েছে আরকান আর্মি নামক বিচ্ছিন্নতাবাদী ওই গ্রুপটি। মিয়ানমার সেনাবাহিনী হারিয়ে যাওয়া অবজারভেশন পোস্টগুলো উদ্ধারে হামলা বাড়াতেও পারে।

ঘুমধুমের ইউপি সদস্য মো, আলম বলেন,সীমান্ত পরিস্থিতি এখন খুব ভালো, কোন ধরনের শব্দ শোনা যায়নি।

স্থানীয়রা বলেন, বর্ডার সাইট এখন শান্ত রয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা পরিস্থিতি শান্ত হয়ে স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক।

অপরদিকে, মিয়ানমারের বিজিপির আশ্রয় নেওয়া ১৭৭ সদস্যকে কবে হস্তাস্তর প্রক্রিয়া শুরু হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের ডাটা এন্ট্রি কাজ সম্পন্ন হয়েছে বলে বিজিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, আন্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ফেরত পাঠানোর কাজ চলমান। ইতিমধ্যে ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, এখন সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে ভালো। মানুষ নিরাপদে রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এখন শান্ত

সংবাদ প্রকাশের সময় : ০১:৪০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমারের সীমান্ত এখন শুনশান নিরব। নেই কোন গোলার শব্দ। ওপার থেকে গত এক সপ্তাহে কোন বিকট শব্দও ভেসে আসেনি এপারে। এতে সীমান্তের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরছে।

তবে সীমান্তে বসবাসকারী এক প্রবীণ মুরুব্বি জানান, সম্প্রতি চলে আসা মিয়ানমার সেনাবাহিনী এবং আরকান আর্মির মাঝে সংঘর্ষে হতাহত হয়েছেন অসংখ্য। তাদের অভ্যন্তরিন সমস্যা নিয়ে চলা সংঘর্ষে তারুণ্যে ভরা বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির কাছে মিয়ানমার বর্ডার গার্ড বিজিপির ৬২ কিলোমিটার সীমান্তের যত অবজারভেশন পোস্ট ছিল তার সবগুলো দখলে নিয়েছে আরকান আর্মি নামক বিচ্ছিন্নতাবাদী ওই গ্রুপটি। মিয়ানমার সেনাবাহিনী হারিয়ে যাওয়া অবজারভেশন পোস্টগুলো উদ্ধারে হামলা বাড়াতেও পারে।

ঘুমধুমের ইউপি সদস্য মো, আলম বলেন,সীমান্ত পরিস্থিতি এখন খুব ভালো, কোন ধরনের শব্দ শোনা যায়নি।

স্থানীয়রা বলেন, বর্ডার সাইট এখন শান্ত রয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা পরিস্থিতি শান্ত হয়ে স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক।

অপরদিকে, মিয়ানমারের বিজিপির আশ্রয় নেওয়া ১৭৭ সদস্যকে কবে হস্তাস্তর প্রক্রিয়া শুরু হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের ডাটা এন্ট্রি কাজ সম্পন্ন হয়েছে বলে বিজিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, আন্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ফেরত পাঠানোর কাজ চলমান। ইতিমধ্যে ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, এখন সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে ভালো। মানুষ নিরাপদে রয়েছে ।