সংবাদ শিরোনাম ::
নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে চাওয়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ১নং অমর খানা ইউনিয়নের চৈতন্য পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো-আলমি আক্তার (১২) ও ইশরাত জাহান (৯)। আলমি আক্তার চৈতন্য পাড়া গ্রামের আব্দুল আজিজ এরে মেয়ে। ও ইশরাত জাহান একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
১নং অমর খানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু জানান, শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে আলমি আক্তার ও ইশরাত জাহান চাওয়াই নদীতে গোসল করতে নামে। এর কিছুক্ষণ পর তারা ডুবে যায়। আশপাশের লোকজন তা দেখে ছুটে এসে নদীতে শিশু দুটিকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে আলমি আক্তার ইশরাত জাহানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।