ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেফট্যানেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

চলতি মাসের ২৩ জুন থেকে ৩ বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ২৩ জুন বিকাল থেকে ৩ বছরের জন্য ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে। ৩ যুগের বেশি সময় ধরে সেনাবাহিনীতে কর্মরত ওয়াকার-উজ-জামান বর্তমানে চীফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব পালন করছেন।

১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান । সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর থেকে সাফল্যের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণিতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যস্থ কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

লেফট্যানেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

চলতি মাসের ২৩ জুন থেকে ৩ বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ২৩ জুন বিকাল থেকে ৩ বছরের জন্য ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে। ৩ যুগের বেশি সময় ধরে সেনাবাহিনীতে কর্মরত ওয়াকার-উজ-জামান বর্তমানে চীফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব পালন করছেন।

১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান । সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর থেকে সাফল্যের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণিতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যস্থ কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন।